কমল গ্যাসের দাম; ৭০ হাজার কোটি মুনাফার পর ১০০ টাকা ছাড়, মোদী সরকারের

 


চলতি আর্থিক বছরের প্রথম নয় মাসে সরকারি তেল সংস্থাগুলির লাভের অঙ্ক ৭০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এই মুনাফার পাহাড়ে বসে শুক্রবার প্রধানমন্ত্রী দিলেন ভোট উপহার— রান্নার গ্যাসে মাত্র ১০০ টাকা ছাড়।

লোকসভা নির্বাচনের আগে কলকাতায় ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডার মিলবে ৮২৯ টাকায়। যদিও মধ্য ও নিম্নবিত্ত তাতে কতটা স্বস্তি পেল, সেই প্রশ্ন থাকছেই।

২০১৪ সালে লোকসভা ভোটের আগে কলকাতায় ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৪১৪ টাকা। পরবর্তী ১০ বছরে তা হাজার পেরিয়ে ভোটের সৌজন্যে খানিক নেমে এসেছে।

পেট্রলের দাম আজও সেঞ্চুরি পেরনো শিখরে। ডিজেল লিটার পিছু প্রায় ৯৩ টাকা। অথচ বহু মাস ধরেই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম সস্তা।

চলতি আর্থিক বছরের এপ্রিল থেকে তা নেমে যায় ব্যারেল প্রতি কমবেশি ৭০ ডলারে। অক্টোবরে আবার বাড়লেও বিশেষ লোকসান হয়নি। তার উপর রাশিয়া থেকে সস্তায় কেনা হয়েছে অশোধিত তেল।

সব মিলিয়ে বিগত ৯ মাসে সর্বকালীন রেকর্ড প্রায় ৭০ হাজার কোটি টাকা মুনাফা করেছে তেল কোম্পানিগুলি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন একাই চলতি অর্থবর্ষের প্রথম ন’মাসে ৩৫ হাজার কোটি টাকা লাভ করেছে।

বর্তমানে দেশে ৩৩ কোটি মানুষের ঘরে গ্যাস সংযোগ আছে। তার মধ্যে ১০ কোটিই উজ্জ্বলা প্রকল্পের গ্রাহক। তাই ভোটের আগে রান্নার গ্যাসের দাম কমানো কার্যত নিয়ম হয়ে দাঁড়িয়েছে মোদি সরকারের আমলে।

গত বছর পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ছাড় মিলেছিল ২০০ টাকা। এবার লোকসভা ভোটের আগে কমানো হল মাত্র ১০০ টাকা।

প্রশ্ন উঠছে, ৭০ হাজার কোটি টাকা মুনাফার পরও জনগণকে কেন মাত্র ১০০ টাকা ছাড় দেওয়া হল? পেট্রল ও ডিজেলের দাম কমানো হবে কখন?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ