ভোটের আগে প্রধান মন্ত্রী উদ্বোধন করবেন আরো ১৩ টি বন্দে ভারত

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে দেশের মানুষের সামনে কল্পতরুর মতো হাজির হচ্ছেন। লোকসভা নির্বাচনের আগে, মোদি বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের মাধ্যমে জনগণের মন জয়ের চেষ্টা করছেন। রেলমন্ত্রকের সূত্র জানাচ্ছে, আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী সারা দেশের ১৩টি রুটে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারেন। উদ্বোধনের সম্ভাব্য তালিকায় বাংলার আরেকটি রুটও রয়েছে। রেল সূত্রের খবর অনুযায়ী, নিউ জলপাইগুড়ি (এনজেপি)-পাটনা রুটে নির্বাচনের আগেই বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হতে পারে। এর মাধ্যমে, মোদি সরকার বাংলার ভোটারদের মন জয়ের চেষ্টা করছে।

ভোটের লক্ষ্যে অযোধ্যাকেও গুরুত্ব দিচ্ছে বিজেপি সরকার। যার ফলে, অযোধ্যাকে জুড়ে পাটনা-লখনউ রুটেও বন্দে ভারত এক্সপ্রেস চালু করার পথে হাঁটছে রেলমন্ত্রক। এছাড়াও সম্ভাব্য রুটগুলি হল রাঁচি-বারাণসী, লখনউ-দেরাদুন, ভুবনেশ্বর-বিশাখাপত্তনম, পুনে-বরোদা, পুনে-সেকেন্দ্রাবাদ, পুনে-শেগাঁও, মুম্বই-শেগাঁও, মুম্বই-আমেদাবাদ, মুম্বই-কোলাপুর, জয়পুর-ইন্দোর ও এর্নাকুলাম-বেঙ্গালুরু।

ভোটের আগে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের মাধ্যমে মোদি সরকার দেশের প্রায় সবক'টি জোনকেই প্রাধান্য দিচ্ছে। এই মুহূর্তে সারা দেশে মোট ৪১টি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করে। তার মধ্যে বাংলার রুট রয়েছে চারটি। সেগুলি হল হাওড়া-নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি ও হাওড়া-পাটনা। ১০ মার্চের উদ্বোধন হলে বাংলা পাবে আরও একটি সেমি হাইস্পিড ট্রেন।

তবে, পাটনা-এনজেপি সম্ভাব্য বন্দে ভারত ট্রেনের সময়সূচি এখনও পর্যন্ত স্থির হয়নি। যদিও বন্দে ভারতের ১৩টি সম্ভাব্য রুটের মধ্যে কোথাও এই সেমি-হাইস্পিড ট্রেনের ‘স্লিপার’ ভার্সন চলবে কি না, তা নিয়ে জল্পনা জিইয়ে রেখেছে রেলমন্ত্রক। কারণ ইতিপূর্বেই রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে, মার্চেই শয়নযান বিশিষ্ট বন্দে ভারত ট্রেন চালানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ